মুন্সিগঞ্জ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বাড়তি নজরদারীতে এবার নিরাপদ ঈদযাত্রা

বিচ্ছিন্ন দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

আরিফুল ইসলাম শ্যামল: ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাড়তি নজরদারিতে কমেছে সড়ক দুর্ঘটনা। অন্যান্য বাবের তুলনায় এক্সপ্রেসওয়েতে এবার নিরাপদ ঈদযাত্রায় মানুষ নিবিঘ্নে বাড়িতে যেতে পরছেন বলে মনে করছেন সংশ্লিষ্টজনরা। এই রুটে দুই একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা ছাড়া তেমন কোন বড় ধরণের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি এখনও।

খোঁজ নিয়ে জানা গেছে, পবিত্র ঈদ-উল-আযহার দিন শনিবার বিকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালীতে এক্সপ্রেসওয়ের কেয়টখালীতে সার্ভিস লেনে দুই মোটরসাইকেলের সংঘর্ষে শরীয়তপুরের আকাশ হাওলাদার মারা যায়। এ সময় শ্রীনগরের হাঁসাড়ার জসিম খালাসী নামে একজন আহত হন। অপরদিকে ঈদের আগের দিন শুক্রবার বিকালের দিকে লৌহজং উপজেলার খানবাড়ি এলাকায় এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংর্ঘষে গরুর বেপারী ফরিদপুরের খাইরুল শেখ, সবুজ শেখসহ অন্তত ৫ জন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এসব দুর্ঘটনায় শ্রীনগর ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স ও রেসকিউ টীম আহতদের উদ্ধার করে। এছাড়া হাইওয়ে থানা পুলিশ, পদ্মা সেতু উত্তর থানা পুলিশ, সেনা বাহিনীর নজরদারীর পাশাপাশি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচানা করা হয়। এতে এক্সপ্রেসওয়ের ব্যস্ততম লেনগুলোতে গণপরিবহণসহ অন্যান্য যান চলাচলে কোন ধরণের বিশৃঙ্খলার সৃষ্টি হয়নি বলে মনে করছেন এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, গত শুক্রবার ও শনিবার ঈদ যাত্রায় এক্সপ্রেসওয়েতে দুটি দুর্ঘটনায় মারা গেছেন ১ জন। পৃথক দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন। আহতদেরকে উদ্ধারের পর শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ অন্যান্য হাসপাতালে প্রেরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি জুন মাসের ১০ দিনে (মঙ্গলবার দুপুর পর্যন্ত) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থনে মোট ৮টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩ জন নিহত হয়। আহত হন ১৩ জন। আর গত মে মাসে এই রুটে ২২টি দুর্ঘটনায় ৭ জন মারা যান। আহত হন ২৭ জন।

এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা জানান, সড়কে দুর্ঘটনার শিকার আহত রোগীদের ঢাকার বিভিন্ন হাসপাতালে নেয়ার পথেই অনেকের মৃত্যু হয়। এক্সপ্রেসওয়ের কাছাকাছি শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ষোলঘরে নির্মিত ট্রমা সেন্টারটি চালু করা হলে অনেক প্রাণ রক্ষা পেত। জনবলের অভাবে এটি দীর্ঘ ৫ বছরেও চালু হয়নি। ট্রমা সেন্টারটি চালুর দাবী করেছেন স্থানীয়রা।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, এক্সপ্রেসওয়েতে বিচ্ছিন্ন কয়েকটি দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়। এছাড়া বড় ধরণের কোন দুর্ঘটনা ঘটেনি। ঈদযাত্রা উপলক্ষে সড়কে নজরদারি বাড়ানো হয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ কাজ করছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button