মুন্সিগঞ্জ

শ্রীনগরে যুবদল নেতা মোশারফ হোসেন আর নেই

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার যুবদলের যুগ্ন-আহবায়ক ও ঢাকা সদরঘাট বিক্রমপুর গার্ডেন সিটির বস্ত্র ব্যবসায়ী মো. মোশারফ হোসেন (৪০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। সে উপজেলার পাটাভোগ ইউনিয়নের পূর্ব বেজগাঁও গ্রামের মো. ইউনুছ শেখের পুত্র।

তিনি গত সোমবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর খবরে অত্র এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।

পরিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে মোশারফ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার সকালে পূর্ব বেজগাঁও মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ শেষে স্থানীয় বেজগাঁও কবরস্থানে লাশ দাফন করা হয়। এ সময় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যুবদল নেতা মো. মোশারফ হোসেনের মৃত্যুতে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে এক শোকবার্তায় মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button