দেশজুড়ে

দুই কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ; প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী

দিনাজপুর বিরল সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রতিবাদে তাৎক্ষণিকভাবে দুই ভারতীয়কে আটক করেছে গ্রামবাসী।

শুক্রবার (২ মে) সকাল‌ সাড়ে ১১ টার দিকে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের ৩২০ মেইন পিলারের সাব পিলার ১০ এর কাছে এ ঘটনা ঘটে।

বিএসএফের হাতে আটক বাংলাদেশিরা হলেন- ওই এলাকার ইসরাইল ইসলামের ছেলে এনামুল ইসলাম (৫০) ও এনামুল ইসলামের ছেলে মাসুম (১৫)।

ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার এসআই কাওসার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান ও মাড়াইয়ের কাজ করছিলেন মাসুদ ও এনামুল নামের দুই কৃষক। সকাল সাড়ে ১১ টার দিকে বিএসএফ’র সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

এ ঘটনার পর দুই ভারতীয় নাগরিককে ধরে আনে গ্রামবাসী। পরে বিজিবি সদস্যরা সেখানে গেলে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button