সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা আর নেই

0
68

ঢাকা:ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও প্রবীণ আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা আর নেই।আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার ছোট ভাই বাবুল মোল্লা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে আজই তাঁকে ঢাকার মাতুয়াইল কবরস্থানে দাফন করা হবে জানিয়েছেন বাবুল মোল্লা। সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

Author