বেনাপোল সীমান্ত থেকে পিস্তল ম্যাগাজিন,গুলি ও গাঁজা সহ দুই অস্ত্র ব্যাবসায়ী আটক

0
81

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে বাংলাদেশে আনার সময়১১টি পিস্তল ২২টি ম্যাগজিন ৫০রাউন্ড গুলি ও ১৯ কেজি গাঁজা সহ দুই অস্ত্র ব্যাবসায়ী কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা।

শনিবার(৫সেপ্টেম্বর)ভোর রাতে অস্ত্রের এ চালান টি ২নং ঘিবা গ্রামের মাদ্রসার পাশ থেকে আটক করা হয়। আটকৃতরা হলো শার্শা উপজেলার শরবানহুদা গ্রামের সহিদ এর ছেলে আনারুল (৩৫) এবং একই গ্রামের সাবেদ আলীর ছেলে আলগীর হোসেন(৪০)।

তথ্য সুত্রে জানা যায়,অস্ত্র ব্যাবসায়ীরা ভারত থেকে গভীর রাতে এ সমস্ত অস্ত্র মাদক নিয়ে দেশে প্রবেশ করলে রঘুনাতপুর বিজিবি তাদের কে ধাওয়া করে দুই জনকে আটক করে।

৪৯বিজিবির রঘুনাথ পুর বিজিবি ক্যাম্পে ফোনে যোগাযোগ করলে জানায়, বিজিবির হেড কোয়াটারে যোগাযোগ করেন। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজাকে মুটো ফোন দিলে জানান ব্রিফিং এ সব তথ্য দেয়া হবে।