জাতীয়

সাংবাদিক সৌমিত্র দেব আর নেই

অনলােইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন এর সাবেক সহ-সভাপতি কবি ও সাংবাদিক সৌমিত্র দেব আর নেই। তিনি অনলাইন পত্রিকা রেড টাইমস ডট কমের প্রধান সম্পাদক ও প্রকাশক। কবি হিসেবে তিনি ছিলেন সমধিক পরিচিত। তাঁর দু্ই ডজনের চেয়েও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। কবিতা, প্রবন্ধ ও ভ্রমণ কাহিনি লিখতেন তিনি।

সৌমিত্র দেবের নিথর দেহ তাঁর জন্মশহর মৌলভীবাজার নিয়ে যাওয়া হচ্ছে। ওখানেই তাঁর সৎকার হবে।

প্রিয় সককর্মীর অকাল প্রয়াণে ‘প্রতিদিনের চিত্র’ পরিবার গভীর শোকাহত এবং তাঁর পরিবারে সকলের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button