কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে চার প্রতিষ্ঠানকে জরিমানা

0
94

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: করোনা ভাইরাসেও থেমে নেই সাধারন মানুষের ঈদের কেনা কাটা। সরকারি নির্দেশনা সামাজিক দুরুত্ব বজায় রেখে দোকানগুলো চালু রাখার নির্দেশ দিলেও তা মানছেননা অনেক দোকানি। সরকারি নির্দেশ না মানার কারনে ঝিনাইদহের কালীগঞ্জে শনিবার দুপুরে চারটি দোকানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। এ সময় তারা চারটি দোকানে ৬ হাজার ৫শ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট ভুপালী সরকার। এসময় তার সাথে ছিলেন কালীগঞ্জ থানার এএসআই ইব্রাহিম সহ সঙ্গিয় ফোর্স।

সহকারি কমিশনার (ভূমি) ভুপালী সরকার জানান, ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলি সরকারি নির্দেশনা না মানার কারনে তাদের এ জরিমানা আদায় করা হয়। তাদের এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।