ভারত-চীন সীমান্ত সমস্যায় ফের মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

0
95

লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘাত নিয়ে ফের একবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারো দিলেন মধ্যস্থতার প্রস্তাব। পাশাপাশি ভারত-চীন সংঘাতের পরিস্থিতিকে ‘অত্যন্ত কুৎসিত’ বলে মন্তব্যও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার একটি সংবাদ সম্মলেনে ট্রাম্প জানান, তিনি পরিস্থিতি নিয়ে ভারত ও চীন উভয় দেশের সঙ্গেই কথা বলছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, চীন ও ভারত প্রসঙ্গে আমরা সাহায্য করতে প্রস্তুত। আমরা যদি কিছু করতে পারি, তাহলে আমরা এরসঙ্গে যুক্ত হতে ও সাহায্য করলে পারলে ভালো লাগবে। আমরা এ ব্যাপারে দুই দেশের সঙ্গেই কথা বলছি।

ট্রাম্প এর আগেও দুই প্রতিবেশী দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন। যদিও ভারত ও চীন-উভয় দেশই সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল। দুই দেশেই বলেছিল, মধ্যস্থতার জন্য তৃতীয় পক্ষের উপস্থিতির কোনও প্রয়োজনই নেই।