বিনোদন

বিটিভিতে ঈদে দর্শক মাতাবেন ব্যান্ড শিল্পীরা

জনপ্রিয় ব্যান্ড তারকাদের অংশগ্রহণে ঈদে টিভিতে মাতাতে আসছে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ব্যান্ড শো’তে হাজির হবেন তারা। শোনাবেন তাদের দর্শকপ্রিয় গানগুলো। ঈদের দিন সন্ধ্যা ৭টায় চিরকুট, আর্ক, ডিফারেন্ট টাচ, অবসকিউর, অরবিট ও ফিডব্যাকের মতো জনপ্রিয় ব্যান্ড দলকে পারফর্ম করতে দেখা যাবে।

ঈদের পরদিন সন্ধ্যা ৭টায় শাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় গাইবে ব্যান্ড মাইলস। ‘চাঁদ তারা সূর্য’, ‘নীলা’, ‘প্রিয়তম মেঘ’, ‘ধিকিধিকি’, ‘ফিরিয়ে দাও’, ‘দরদিয়া’র মতো জনপ্রিয় গানগুলো শোনা যাবে তাদের কণ্ঠে। এই পর্ব উপস্থাপনা করেছেন মমরেজ মাহমুদ।

ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় গাইবে ব্যান্ড ‘সিম্ফনি’, ‘শুভযাত্রা’, রক অ্যান্ড মেলোডি, ‘নাটাই’, ‘পেন্টাগন’, ‘রেশাদ অ্যান্ড কিউ’। আব্দুল্যাহ আল মামুনের প্রযোজনায় ‘ব্যান্ড শো উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button