নভেম্বরে শুরু হচ্ছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ

0
85

অবশেষে আগামী নভেম্বরে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ (এসএলপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথম আসর। এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। নতুন সূচি অনুযায়ী এসএলপিএলের প্রথম আসর শুরু হবে আগামী ১৪ নভেম্বর থেকে। আর ফাইনাল হবে ৬ ডিসেম্বর।  এবারের আসরে অংশ নেবে পাঁচটি দল। কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা শহরের নামে খেলবে এই দলগুলো। মোট ২৩টি ম্যাচ তিনটি আন্তর্জাতিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো- রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম, পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম ও সুরিয়া মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক স্টেডিয়াম।

তবে গত ২৮ আগস্ট টুর্নামেন্টটি শুরুর পরিকল্পনা ছিল এসএলসির। পরবর্তীতে করোনার কারণে সেই পরিকল্পনাও ভেস্তে যায়। এর আগে, ২০১২ সালে এসএলপিএল নামে একটি লিগ অনুষ্ঠিত হলেও পরবর্তীতে বিভিন্ন কারণে সেটি বন্ধ হয়ে যায়। বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের পথে এবার শ্রীলঙ্কাও পা বাড়াল।