২৮ দিনের মধ্যে দেশে করোনায় সর্বনিম্ন মৃত্যু

0
79

বেশ কিছুদিন ধরে করোনাভাইরাসের সংক্রমণ দেশে অনেকটাই কমতির দিকে। সবশেষ চব্বিশ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে গত ২৮ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে। নতুন শনাক্তের সংখ্যাও নেমে এসেছে দুই হাজারের নিচে।

কভিড-১৯ এর সবশেষ পরিস্থিতি তুলে ধরে শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৪১২ জনে।

দেশে এর চেয়ে কম মৃত্যু হয়েছে গত ৭ আগস্ট। ওই দিন করোনায় প্রাণ হারিয়েছিল ২৭ জন। এরপর একদিনও মৃত্যুর সংখ্যা তিরিশ জনের নিচে নামেনি। বরং বারো দিন প্রাণহানির সংখ্যা ছিল ৪০ জনের ওপরে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ৬৪ জন, ৩০ জুন; আর সর্বোচ্চ শনাক্তের সংখ্যা ৪ হাজার ১৯ জন, ২ জুলাই।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করে করোনার সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৯২৯ জনের শরীরে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ৬১৫ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ২১১ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৬ হাজার ১৯১ জন।