জাতীয়

৯৯৯-এর দায়িত্ব নিলেন অতিরিক্ত ডিআইজি মহিউল

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম।

মঙ্গলবার (১৮ মার্চ) দায়িত্বভার গ্রহণ করেই ৯৯৯-এ কর্মরত সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। তিনি ৯৯৯-এর সুনাম অক্ষুণ্ন রাখার জন্য আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, পেশাদারত্বের মাধ্যমে ৯৯৯-কে সামনে এগিয়ে নিতে হবে। জনগণের আস্থার প্রতিদান দিতে হবে এবং জনগণের পুলিশ হতে হবে। সে লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button