“চুরি ও ছিনতাইকৃত ১০১ টি মোবাইল ফোন উদ্ধার ও গ্রেফতার ১


গত ১০/০৩/২০২৫ খ্রিঃ তারিখ রোজ সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জিএমপি, টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার একটি বাসায় অবৈধভাবে চোর ও ছিনতাইকারী এবং ডাকাতদের নিকট হইতে স্বল্প মূল্যে মোবাইল ফোন ক্রয় করিয়া বিক্রয় করিয়া আসছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে জিএমপি, গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি চৌকস টিম ১০/০৩/২০২৫ খ্রিঃ ২২.০৫ ঘটিকায় দত্তপাড়া হাসান লেন সাকিনস্থ বাড়ী নং-৭৯ বাড়ীর মালিকের ছেলে আলাউদ্দিন স্বপন ও তিন তলার অপর পাশের ভাড়াটিয়া বেলাল হোসেন দ্বয়কে সাথে নিয়ে তিন তলার ৩১২ নম্বর ইউনিটে প্রবেশ করে ভাড়াটিয়া সাইফুল ইসলাম (৩২) কে চোরাই ও ছিনতাইকৃত মজুদ ফোন সর্ম্পকে জিজ্ঞাসাবাদ করলে তার শয়ন কক্ষের খাটের নিচ হইতে বিভিন্ন কোম্পানী ও ব্র্যান্ডের ১০১ টি এনড্রয়েড ও বাটন মোবাইল ফোন বাহির করিয়া দেয়।
উক্ত ফোন গুলোর মধ্যে ১। Oppo ১০ (দশ) টি, ২। Realmi ০৮ (আট) টি, ৩। Samsung ১৩ (তের) টি, ৩। Redmi ০৭ (সাত) টি, ৪। Infinix ০৫ (পাঁচ) টি, ৫। VIVO ৩৪ (চৌত্রিশ) টি, ৬। Tecno ০২ (দুই) টি, ৭। Huawei ০১ (এক) টি, ৮। Iphone ০১ (এক) টি, ৯। One Plus ০২ (দুই) টি, ১০। Symphony ০৩ (তিন) টি, ১১। Itel ০১ (এক) টি, ১২। Honor ০১ (এক) টি, ১৩। অন্যান্য এনড্রয়েড মোবাইল ফোন-১৩ টি সহ সর্বমোট ১০১ (একশত একটি) মোবাইল ফোন উদ্ধার করে।
এ সংক্রান্তে এসআই (নিঃ) পরিমল চন্দ্র দাস পিপিএম বাদী হয়ে এজাহার দাখিল করলে আসামীর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানার মামলা নং-২০,তাং-১১/০৩/২৫ খ্রিঃ, ধারা-১৮৬০ সালের পেনাল কোড আইনের ৪১৩ রুজু হয়।
ধৃত আসামী দীর্ঘদিন হইতে উক্ত বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করিয়া চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে এবং আসামীর বিরুদ্ধে আরও ০২ টি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানা: ১. সাইফুল ইসলাম (৩২),পিতা-আঃ ওহাব, মাতা-আমেনা বেগম, সাং-বালিঘোনা, ইউপি-গাবা রামচন্দ্রপুর, থানা-ঝালকাঠি সদর, জেলা-ঝালকাঠি, বর্তমানে-৭৯, হাসান লেন, দত্তপাড়া, (জনৈক হাজী কাশেম আলী এর ৩য় তলার ৩১২ নং ইউনিটের ভাড়াটিয়া), থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর।
উদ্ধারকৃত আলামতের বর্ণনা: ১. বিভিন্ন কোম্পানীর বিভিন্ন মডেলের ১০১ (একশত এক) টি এনড্রয়েড ও বাটন মোবাইল ফোন। যার আনুমানিক মুল্য ২৫,০০,০০০/- পঁচিশ লাখ টাকা।
জব্দকৃত মোবাইল ফোন গুলো কোর্টের অনুমতি সাপেক্ষে প্রকৃত মালিক কে খুঁজে বের করে তাদের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে। নিকট অতীতে যাদের মোবাইল ফোন হারিয়েছে বা ছিনতাই হয়েছে তাদেরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার কার্যালয়ে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হলো।