রানীশংকৈলে ফুসিয়ে উঠছে করোনা আক্রান্তের সংখ্যা

0
94

সফিকুল ইসলাম শিল্পী , রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ফুসিয়ে উঠছে করোনা আক্রান্তের। জনমনে নেই সচেতনতা। প্রশাসনিক তৎপরতা জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। মাস্ক ছাড়াই সাধারণের অবাধ বিচরণ দেখা গেলেও খেয়াল খুশিমতো হাটবাজার,শপিংমল, সহ বিভিন্ন জায়গায় সামাজিক দুরত্ব না মেনে মাস্ক ছাড়াই চলাফেরা বেড়ে যাওয়ায় করোনা ঝুকিতে উপজেলার সাধারণ মানুষ।

এমন করোনা ঝুকিতে সাধারণের চলাফেরা দেখে রানীশংকৈল থানার উদ্যোগে অফিসার ইনচার্জ (ওসি) এস, এম জাহিদ ইকবাল সাধারণের মাঝে মাস্ক বিতরণের মাধ্যমে সচেতনা সৃষ্টি করছেন। এ দিকে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মৌসুমী আফরিদা প্রতিনিয়ত মাস্ক ছাড়াই সাধারণের চলাচলের উপর মোবাইল কোট পরিচালনা করছেন। এর পরেও থেমে নেই সাধারণের সচেতনত। দিনদিন এমন অবস্থা চলতে থাকলে আবারও ব্যাপক ভাবে ছড়িয়ে পড়তে পারে উপজেলার শহর থেকে বিভিন্ন গ্রামে গ্রামে বলে অভিযোগ করছেন এলাকার সচেতন মহল ।

এদিকে ২ সেপ্টেম্বর (বুধবার) নতুন করে এ উপজেলায় আরও ৪ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্তরা হলেন উপজেলার পৌরশহরের শান্তিপুর এলাকার সিয়াম নামে এক কিশোর,৪২ বছর বয়সী এক মহিলা , শিবদিঘী এলাকার ২৮ বছরের এক যুবক এবং ধর্মগড় ইউনিয়নের চেংমারি গ্রামের ২৩ বছরেরর এক যুবক। আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে নিজ বাড়িতে আইসোলেসনে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম ও পরিসংখ্যানবিদ খালেকুজ্জামান চৌধুরী রাতে এ তথ্য কালের কন্ঠ’কে জানিয়েছেন ।

এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা মোট-১১৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯৫ জন, মারা গেছেন- ৩ জন এবং বাকীরা চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী জানান।

পুরো জেলা জুড়ে করোনায় আক্রান্ত দিনদিন বেড়ে চলছে। ঠাকুরগাঁও জেলা জুড়ে আক্রান্তের সংখ্যা আজ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর হতে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নতুন ১৪ জন(সদর উপজেলা-৬ জন,বালিয়াডাঙ্গী-৩ জন,রাণীশংকৈল-৪ জন এবং হরিপুর-১ জন)করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।

উল্লেখ্য যে,হরিপুর উপজেলার রহমতপুর বড়দহগাঁও নিবাসী ৪৭ বছর বয়সী একজন পুরুষ করোনা সংক্রমিত রোগী রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যুবরণ করেছেন।তিনি ডায়াবেটিস এবং ব্রংকিয়াল অ্যাজমা রোগে ভুগছিলেন।

পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৯৯২ জন,যাদের মধ্যে ৫৭৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ১৯ জন।