মুন্সিগঞ্জ

শ্রীনগরে কবরস্থান থেকে ৫টি কঙ্কাল চুরি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে একটি কবরস্থান থেকে ৫টি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা। উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে পাটাভোগ ইউনিয়নের বেজগাঁও কবরস্থানে এই কঙ্কাল চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সকালে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

প্রত্যক্ষদর্শী মো. শ্যামল বেপারী নামে একজন বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কবর জিয়ারত করতে গিয়ে প্রথমে একটি কবরের মাথার অংশে গর্ত আকারে মাটি খুঁড়া দেখতে পান। বিষয়টি সন্দেহজনক হলে কবরস্থান ঘুরে আরো ৪টি কবর একই রকমভাবে খুঁড়া অবস্থায় দেখতে পান তিনি। কঙ্কাল চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মৃত ব্যক্তিদের স্বজনরা।

স্থানীয়রা জানান, ৩টি নারী ও ২টি পুরুষ মোট ৫টি কবরের কঙ্কাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। খুঁড়া কবরগুলো মাটি দিয়ে পুনরায় ঢেকে দেন তারা। বেজগাঁও কবরস্থানটির সভাপতি আবুল কালাম কানন ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, থানা পুলিশকে জানানো হয়েছে। কঙ্কাল চুরির ঘটনায় অভিযোগ দায়ের করা হবে জানান তারা।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. শাকিল আহমেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button