মুন্সিগঞ্জ

শ্রীনগরে আগুনে বসতঘর পুড়ে ছাই

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে একটি বেদে সম্প্রদায়ের বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই সম্প্রদায়ের মো. হারুনের ছেলে মোহাম্মদ হেমাযেতের মালিকানা টিন ও কাঠের তৈরী ১টি দুতলা ঘর পুড়ে গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের হাড়িয়া মুন্সীয়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আনুমানিক ৭/৮ লাখ টাকার ক্ষতিসাধন হয়।

ঘর মালিক মোহাম্মদ হেমায়েতের দাবী, ষড়যন্ত্রমূলকভাবে বসতঘরে আগুন দেওয়া হয়েছে। এ বিষয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়রা জানায়, জেলার শ্রীনগর ও লৌহজং উপজেলার সীমানাবর্তী এলাকার হাড়িয়া মুন্সীয়ার শেষ প্রান্তে বেদে সম্প্রদায়ের ওই বাড়িতে আগুন লাগার খবর শোনতে পান। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মো. সাব্বির নামে এক যুবক জানান, তিনি দূর থেকে ঘরটির দুতলায় আগুন দেখতে পেয়ে জরুরী সেবায় (৯৯৯) কল করেন। ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন শেখ বলেন, দুই উপজেলার সীমানাবর্তী স্থানে বেদে সম্প্রদায়ের ওই বাড়িটির অবস্থান হওয়ায় অগ্নিকান্ডের বিষয়ে সঠিক করে কিছু বলতে পারছি না।

ভুক্তভোগী মোহাম্মদ হেমায়েতের মামা আব্দুর রব জানান, এদিন রাতে বাড়িতে কেউ ছিলনা। ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিল। বাড়িতে কোন প্রকার বিদ্যুতের লাইন নেই। তাহলে ঘরটির দুতলায় কিভাবে আগুন লাগতে পারে প্রশ্ন তার। ধারনা করছি অগ্নিকান্ডের পেছনে ষড়যন্ত্রের হাত রয়েছে।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বাড়িটিতে যাতায়াতের রাস্তা না থাকায় গাড়ি দূরে রেখে ঘটনাস্থলে যাই। বাড়িতে কোন বিদ্যুৎ সংযোগ নেই। ঘরটির দুতলা থেকে আগুনের সূত্রপাত। তাৎক্ষনিকভাবে অগ্নিকান্ডের কারণ জানা সম্ভব হয়নি। তদন্ত চলমান আছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. শাকিল আহমেদ জানান, অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button