জাতীয়

আ.লীগ নিষিদ্ধ-সংস্কার ছাড়া নির্বাচন হলে শহীদের সঙ্গে প্রতারণা হবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং মৌলিক সংস্কার নিশ্চিত করার আগে নির্বাচনের আয়োজনের পথে হাঁটলে তা হবে সুস্পষ্ট প্রতারণা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

আব্দুল হান্নান মাসউদ বলেন, গণহত্যাকারীদের বিচার, ভোট চোরদের ভোটে অযোগ্য ঘোষণা ও গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং মৌলিক সংস্কার নিশ্চিত করার আগে অন্তর্বর্তী সরকার সংসদ নির্বাচনের আয়োজনের পথে হাঁটলে তা হবে ’২৪-এর বীর শহীদ ও আহতদের রক্তের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা।

তিনি আরও বলেন, এর বিরুদ্ধে যদি একজন মানুষ হিসেবেও কেউ প্রতিবাদ করে, সে ব্যক্তিটি হবো আমি। হয়তো লড়াইটা দীর্ঘ হবে, কিন্তু এ লড়াই থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। সবশেষে আব্দুল হান্নান মাসউদ বলেন, জুলাই চলবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button