জাতীয়

নীতিসুদ হার ১০ শতাংশ রেখেই নতুন মুদ্রানীতি প্রকাশ

নীতিসুদ হার ১০ শতাংশ রেখেই নতুন মুদ্রানীতি প্রকাশ করল কেন্দ্রীয় ব্যাংক। যেখানে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৯.৮ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

দায়িত্ব নেয়ার পর সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো ২০২৪-২৫ অর্থ-বছরের শেষ মুদ্রানীতি ঘোষণা করলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর। তবে, প্রত্যাশা থাকলেও গভর্নরের ঘোষিত নতুন মুদ্রানীতিতে কোনো চমক মেলেনি; ছিল গতানুগতিকই।

ব্যবসায়ী সমাজসহ নানা মহল থেকে নীতি সুদহার কমানোর প্রস্তাব থাকলেও, তা ১০ শতাংশই রাখা হয়েছে নতুন মুদ্রানীতিতে। এছাড়া বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৯.৮ শতাংশই অপরিবর্তিত থাকলো। তবে, গেলো ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭.৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘মূল্যস্ফীতি কমাতে পারলে পলিসি রেট ১০ শতাংশ থেকে নামিয়ে আনা হবে কিন্তু এর আগে না। আর পাচার করা অর্থ ফেরাতে দেশের সাপোর্টের পাশাপাশি বিদেশের সাপোর্ট নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। যদিও আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ের দুর্বলতা আছে। তবে অ্যাসেট রিকভারে আন্তর্জাতিকমান সম্পন্নভাবে কাজ করা হচ্ছে। ফলে উদ্ধার হবে, কিন্তু সময়সাপেক্ষ।’

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে বাংলাদেশ ব্যাংক। তবে গভর্নরের আশা, জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশ এবং ২০২৬ সালের শুরুতে তা ৫ এর ঘরে নেমে আসবে। সেই সঙ্গে রেমিট্যান্স গ্রোথ গেলো ৭ মাসে ২৩ দশমিক ৬ শতাংশ হওয়ায় উচ্ছ্বসিত তিনি।

এক মনিটরি পলিসি দিয়ে সবকিছুর সমাধান করা যাবে না উল্লেখ করে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, চ্যালেঞ্জ থাকলেও, জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশ এবং ২৬ এর শুরুতে তা ৫ এর ঘরে নেমে আসবে। গত ৭ মাসে রেমিট্যান্স গ্রোথ প্রায় ২৪ শতাংশ হওয়া সন্তোষ প্রকাশ করে গভর্নর বললেন, রোজা ও হজের আগে রেমিট্যান্স আরও বাড়বে। পাচার করা অর্থ উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর।

ড. আহসান এইচ মনসুর বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতির অনিশ্চয়তা আছে বলেই নতুন বিনিয়োগের স্বপ্ন দেখছে না বাংলাদেশ ব্যাংক। আর এক্সচেঞ্জ রেট নিয়ে বড় বড় কোম্পানি মার্কেট অস্থির করছে৷ এক টাকা বেশি দিয়েও ডলার কিনবেন না আপনারা।’

প্রয়োজনে দুর্বল ব্যাংকগুলোকে আরও তারল্য সহায়তা দেয়া হবে; সেইসঙ্গে এক থেকে দেড় বছরের মধ্যে ব্যাংক সংস্কার কাজ শেষ হবে হলেও আশা প্রকাশ করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button