মুন্সিগঞ্জ

শ্রীনগরে একই জমিতে আলুর সাথি ফসল আখ

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে একই জমিতে আলুর সাথি ফসল হিসেবে আখের আবাদ করা হচ্ছে। এই অঞ্চলে ফাগুন-চৈত্র মাসের দিকে ক্ষেতের আলু উত্তোলনের পর আখের বাড়তি যতœ নেওয়া হবে। সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার বীরতারা, আটপাড়া ও তন্তর ইউনিয়নের বিভিন্ন স্থানে অসংখ্য আলুর জমিতে আখের চারার উপস্থিতি।

এসব জমিতে আলুর লম্বা কেলের ফাঁকে ফাঁকে নিদিষ্ট দূরতে আখের চারা রোপণ করা হয়েছে। এরই মধ্যে আলু ক্ষেতে আখের চারাগুলো উঁচু হয়ে দাড়িয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলায় এবার আলু চাষ করা হচ্ছে ১৯শত’ হেক্টর জমিতে। এসব দুই ফসলী জমিতে আলু উত্তোলনের পর আষাঢ়ে জোয়ারের পানিতে অধিকাংশ কৃষি জমি ডুবে যায়।

তাই আলুর সাথি ফসল হিসেবে স্থানীয় অনেক কৃষক একই জমিতে আলুর আবাদের মৌসুমেই আখের চারা রোপণ করে রাখেন। আলু উঠিয়ে আখের পরিচর্যা করা হয়। ধারনা মতে উপজেলায় প্রায় ২০০-৩০০ হেক্টর আখ চাষ করা হচ্ছে।
স্থানীয় কৃষকরা জানায়, এবছর আলু চাষে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে। আলুর কাঙ্খিত ফলন ও ফসলের দাম না পেলে লোকসানের মুখে পড়তে হবে তাদের। তাই অনেকেই লাভের আশায় একই ক্ষেতে আলুর সাথে আখের আবাদ করছেন।

আটপাড়া এলাকার দিপু ও স্বপন জানান, এবার আলুতে ভাগ্যে কি লেখা আছে এখনও বলা যাচ্ছে না। তাই কিছু জমিতে আলুর সঙ্গে আখের চারা রোপণ করেছি। বীরতারা এলাকার কয়েকজন আলু চাষী জানান, প্রতি বছরের মত এবারও ক্ষেতে আখের চারা রোপণ করা হয়েছে। জমিতে আলু উঠানোর পর এসব আখের আলাদা যতœ নেওয়া হবে। আখ চাষে বাড়তি খরচ করতে হয়না। ভরাবর্ষা মৌসুমে ক্ষেত থেকে আখ বিক্রির জন্য তোলা হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button