সমাজের অবহেলিত মানুষের পাশে সমাজ সেবক মোঃ মনির হোসেন


“মানবতার সেবা করা একটি স্বর্গীয় সম্মান- আর এই অসাধরন কাজটি করে দেখিয়েছেন আব্দুল্লাহচরের বিশিষ্ট ব্যবসায়ী, পরোপকারী ও সমাজ সেবক “মোঃ মনির হোসেন”।
আব্দুল্লাচর ও রংপুর চরাঞ্চলের দুটি গ্রামের উপর দিয়ে বয়ে গিয়েছে খরস্রুতা কাকন নদী। উপজেলায় নদীগুলোর মাধ্যমে চরাঞ্চল এলাকার মানুষ বেশিরভাগ জীবিকা নির্বাহ করে থাকে। দুটি অঞ্চলের শিক্ষা,জীবিকার জন্য সাধারণ কর্ম জীবি মানুষ গুলো- স্বাধীনতার পর থেকে, নৌকা ও বাঁশের সাঁকো এক মাত্র যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে নির্ভরশীল ছিলেন।দীর্ঘ ৫৪ বছর ধরে- বাঁশের সাকো ও নৌকা একমাত্র যোগাযোগের মাধ্যম।অনেক সময় দূর্ঘটনার স্বাীকার হয়েছেন, তাজা তরুন প্রান হারাতে হয়েছেন। দূর্ঘটনা ভয়ে অনেক বাবা মা তাদের সন্তানকে স্কুলে পাঠাতে অনাগ্রহী ছিলেন।
দীর্ঘ ৫৪ বছরের দুটি অঞ্চলের আশার প্রদীপ জালিয়েছেন একজন মহান মনের অধিকারী, পরোপকারী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহচরের কৃতি সন্তান মোঃ মনির হোসেন। যার প্রচেষ্টায়, নিজেস্ব অর্থায়নে বৈকুুন্ঠপুর হতে আব্দুল্লাচর পর্যন্ত দীর্ঘ প্রায়ই দু কিলোমিটারের একটি রাস্তা নির্মান করার উদ্যাগ নিয়েছেন। তিনি রাস্তাটির ৭০% কাজ করেছেন এবং বাকি কাজ চলমান। রাস্তাটি দিয়ে এখন হাল্কা পরিবহন রিকশা, ভ্যান ও সাইকেল ও মটরযান চলাচলের মাধ্যমে দৈনন্দিন জীবন যাত্রা মান উন্নত রয়েছেন।
তিনি গ্রামের উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য, মানুষের জীবিকার জন্য, ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য গ্রামের মানুষের পাশে মানবতার দ্রুত হয়ে দাড়িয়েছেন। তিনি স্কুল, কলেজ, মাদ্রা, মসজিদে দান ও সাহায্য করে থাকেন। সামজিক ভাবে সমাজের অবহেলিত মানুষের পাশে থাকেন। অসহায় গরিব বাবা মায়ের কন্যা সন্তানের বিয়ে জন্য তিনি আর্থিক সহায়তা করে থাকেন।