সারজিসের আশ্বাসে শহীদ পরিবারের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার


জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের আশ্বাসে প্রায় ৬ ঘণ্টা পর সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কর্মসূচি স্থলে গিয়ে তাদের দাবি পূরণের আশ্বাস দেন সারজিস আলম।
তিনি বলেন, খুনি হাসিনা ও তার দোসরদের বিচার না করা হলে তা হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। প্রয়োজনে আবার জীবন দিয়ে হলেও তার বিচার নিশ্চিত করা হবে।
পাশাপাশি শহীদ পরিবারের সঙ্গে ছাত্র প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে তাদের সকল যৌক্তিক দাবি উপদেষ্টাদের কাছে পৌঁছে দেওয়ার ও রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আশ্বাসও দেন সারজিস আলম।
উপদেষ্টাদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু প্রতিফলন দেখিননি উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া সবার যৌক্তিক দাবি বুঝিয়ে দিতে হবে।
এর আগে ৫ দফা দাবিতে বেলা ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন শহীদ পরিবারের সদস্যরা। পরিবারগুলোর অভিযোগ, তারা গত কয়েক মাস ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করা চেষ্টা করে আসছেন, তবে তাদের সে সুযোগ দেওয়া হচ্ছে না।
জুলাই গণহত্যায় চলমান বিচারিক কার্যক্রমের সমালোচনা করে শহীদ পরিবারগুলো বিষয়টিকে ‘সার্কাস’ বলেও অভিহিত করেছেন। তারা জানান, মারাত্মক ক্র্যাকডাউনের আদেশ দানকারী এবং পরিকল্পনা বাস্তবায়নকারী অনেকেই এখনো বিচারের সম্মুখীন হয়নি।
পরিবারগুলোর দাবিসমূহ হচ্ছে— প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের ১০ দিনের মধ্যে গ্রেপ্তার নিশ্চিত করতে হবে; শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে; শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
এ ছাড়া শহীদ পরিবারের ন্যায্য সম্মানী শহীদ পরিবারের সঙ্গে আলোচনা করে প্রদান করতে হবে; শহীদ পরিবারের মাসিক সম্মানীর দ্রুত ব্যবস্থা করতে হবে এবং শহীদদের বীরের মর্যাদা দিতে হবে।