সুন্দরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

0
78

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে জাকারিয়া ইসলাম নয়ন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাঠগড়া গ্রামে। নয়ন ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নয়ন ও তার বাবা সিরাজুল বাড়ির পাশে সবজি খেতের আগাছা পরিস্কার করতে গেলে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। তারা দু’জনে খেতের পাশে স্যালো মেশিনের ঘরে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে নয়নের মৃত্যু এবং তার বাবা আহত হয়। বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুজ্জামান বিষিয়টি নিশ্চিত করে জানান, নয়নের বাবা এখন সুস্থ্য রয়েছে।