এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ

0
92

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আইনজীবী এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি দ্যা বাংলাদেশ ল অফিসারস্ অর্ডার, ১৯৭২ (পি.ও. নং ৬ অব ১৯৭২) এর অনুচ্ছেদ ৩(২) অনুসারে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম মুনীরকে বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন।’

এস এম মুনীর ১৯৮১ সালের ২১ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯৫ সালে তিনি তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হন। ২০১৫ সালের ২০ ডিসেম্বর দেশের সর্বোচ্চ আদালত এস এম মুনীরকে জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করে। এস এম মুনীরের নিয়োগের মধ্য দিয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এখন তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন। বাকি দুজন হলেন মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির।