জাতীয়

ড. ইউনূসের পরিবার সম্পর্কে ইন্ডিয়া ডট কমের প্রতিবেদন মিথ্যা: প্রেস উইং

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিবার নিয়ে ইন্ডিয়া ডট কম-এর প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা বলে জানিয়েছে তার প্রেস উইং। শুক্রবার (২৪ জানুয়ারি) সিএ প্রেস উইং ফ্যাক্টস নামের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, ইন্ডিয়া ডট কমের প্রতিবেদনটি অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তার পরিবারের সদস্যদের এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারতীয় পরিকল্পিত প্রচারণার অংশ।

হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান হিসেবে ড. ইউনূস কোনো অর্থ দেননি জানিয়ে সিএ প্রেস উইং ফ্যাক্টস জানায়, ক্লিনটন পরিবারের সঙ্গে তার বন্ধুত্ব তার মেয়ে মনিকা ইউনূসকে কোনো সুবিধা দেয়নি এবং তিনি কখনই জো বাইডেনের প্রশাসনে কোনো পদে ছিলেন না।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ড. ইউনূস লাখ লাখ ডলার ঋণ পেয়েছিলেন বলে প্রতিবেদন প্রকাশিত বক্তব্যও মিথ্যা।

এ ছাড়া পদ্মা সেতু প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের কোনো ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্তে ড. ইউনূসের কোনো ভূমিকা ছিল না বলেও জানায় প্রেস উইং।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button