জাতীয়

৬০ হাজার টিসিবির কার্ড বাতিল করলো বরিশাল সিটি করপোরেশন

মিথ্যা তথ্য দিয়ে, নিয়ম ভেঙে ও এক পরিবারে একাধিক কার্ড গ্রহণের মতো অভিযোগে ৬০ হাজার টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) কার্ড বাতিল করেছে বরিশাল সিটি করপোরেশন। বাতিল এসব কার্ডগুলো দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

টিসিবি বরিশালের সহকারী পরিচালক প্রকৌশলী শতদল মণ্ডল জানান, ‘যাচাই-বাছাই শেষে ৬০ হাজার কার্ডে অনিয়ম পেয়েছে সিটি করপোরেশন। এক পরিবার থেকে একাধিক কার্ড নেওয়ার কোনো নিয়ম নেই। কিছু বাতিল কার্ডে তথ্য অসম্পূর্ণ ছিল, বাকিগুলো নির্ধারিত শর্ত পূরণ করেনি।’

তিনি আরও বলেন, টিসিবির পক্ষ থেকে সিটি করপোরেশনকে ৩১ হাজার ৫৭৪টি স্মার্ট কার্ড ফেরত দিয়েছি। কার্ড বিতরণ শেষে আমরা পণ্য সরবরাহ করব।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রেজাউল বারী বলেন, ‘বিভিন্ন যৌক্তিক কারণেই’ এসব কার্ড বাতিল হয়েছে। বাতিল কার্ডগুলো প্রকৃত দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে। তবে যাদের কার্ড বাতিল হয়েছে, তাদের পুনরায় কার্ড পাওয়ার সম্ভাবনা খুবই কম।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button