মুন্সিগঞ্জ

শ্রীনগরে আলু ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত কৃষক

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে নানা চ্যালেঞ্জ সর্তেও লাভ লোকসানের হিসেব কষে আলুর অশানুরূপ ফলন পাওয়ার লক্ষ্যে আলু ক্ষেতের বাড়তি পরিচর্যা করছেন স্থানীয় আলু চাষীরা। এরই মধ্যে আলুর গাছ বড় হতে শুরু করায় আবাদি জমির বাড়তি যতœ করছেন তারা। জমিতে আগাছা-জঙ্গল অপসারণ, পানি সেচ ও কীটনাশক স্প্রে করা হচ্ছে। এসব কাজে শতশত পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকরাও কাজ করছেন। আবহাওয়া এখনও পর্যন্ত কৃষকের অনুকূলে থাকায় আলুর বাম্পার ফলনের আশা করা হচ্ছে। সব খরচ বাদে আলু ক্ষেতিতে লাভের স্বপ্ন দেখছেন তারা।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ১৯০০ হেক্টরের অধিক জমিতে আলুর আবাদ হচ্ছে। আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫৩ হাজার ২০০ মেট্রিক টন। আলু এই অঞ্চলের অর্থকরী ফসল হিসেবে অন্যতম। প্রান্তিক কৃষকরা জানায়, চলতি মৌসুমে কয়েকগুন বেশীদামে বাক্স আলুর বীজ কিনতে হয়। অতিরিক্ত দামে প্রয়োজনীয় সার কিনতে হয়েছে তাদের। প্রকার ভেদে যেকোন সারের বস্তা প্রতি মূল্য অন্তত ২০০-৪০০ টাকা বেশী রাখা হয়েছে। এসব সার কেনাবেচার ক্ষেত্রে সংশ্লিষ্ট দোকানীরা (স্থানীয় ডিসার) কোন পাকা রশিদ দেয়নি। এছাড়া জমি চাষ ও শ্রমিক মজুরীসহ অন্যান সব খরচ হিসাব করা হলে প্রতি কানি (১৪০ শতাংশ) জমিতে আলু চাষে ব্যয় ধরা হচ্ছে প্রায় পৌণে ৪ লাখ টাকা। এতে প্রতি মণ আলুর উৎপাদন খরচ পড়বে ৮০০-৯০০ টাকা। তবে এলাকা ভিত্তিক এই খরচ কিছুটা কমবেশী হতে পারে। তাই কাঙ্খিত ফলন পাওয়ার লক্ষ্যে আলু ক্ষেতের বাড়তি যতœ করা হচ্ছে জানান তারা। বর্তমান খোলা বাজারে নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে বীরতারা, কুকুটিয়া, তন্তর, আটপাড়া ও ষোলঘর ইউনিয়নে খৈয়াগাঁও-পূর্ব-দেউলভোগ চকে ব্যাপক আলুর চাষাবাদ হচ্ছে। বির্স্তীণ আলু ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পাড় করছেন স্থানীয় আলু চাষীরা।

শ্রীনগর উপজেলার আটপাড়া এলাকায় আলু ক্ষেতে পানি দিচ্ছেন শ্রমিকরা

ফসলী জমির রোগ দমনে প্রয়োজনীয় কীটনাশক স্প্রে, আলু গাছ সতেজ রাখার জন্য শ্যালো ইঞ্জিনে পানি দেওয়া ও জমিতে আগাছা অপসারণে শতশত কৃষি শ্রমিক মাঠে কাজ করছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button