আড়িয়ল বিলে মিষ্টি কুমড়ার উৎপাদন শুরু, দামে হতাশ কৃষক

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়ল বিলের বিভিন্ন ভিটায় উৎপাদিত মিষ্টি কুমড়া তোলা হচ্ছে। গাদিঘাটের বিখ্যাত মিষ্টি কুমড়া স্থানীয়ভাবে পাইকারি দরে বিকিকিনি হচ্ছে। তবে শ্বেতী রোগের (মোজাইক ভাইরাস) আক্রমণে ফলন অনেকাংশে কম হয়েছে। আক্রান্ত ভিটায় মিষ্টি কুমড়ার আকার ছোট হয়েছে।
আড়িয়ল বিলে এখন কুমড়ার ভরা মৌসুম। স্থানীয় কুমড়া চাষীরা উৎপাদিত কুমড়া পাইকারের কাছে বিক্রি করছেন। তবে কুমড়ার পাইকারী বাজার মূল্যে কৃষক হতাশ। গাদিঘাট এলাকায় স্থানীয় পাইকারের কাছে প্রকার ভেদে কুমড়ার কেজি কেনাবেচা হচ্ছে ১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৮ টাকা। খোলাবাজারে এসব কুমড়ার কেজি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা। প্রান্তিক কৃষক গেল বছর পাইকারী দরে কুমড়া বিক্রি করেন ৩৫-৪০ টাকা দরে।
আড়িয়ল বিল এলাকা ঘুরে দেখা গেছে, ভিটা থেকে বিশাল সাইজের কুমড়া আনা হচ্ছে। গাদিঘাট বাজার সংলগ্ন সেতুর নিচে ট্রলার ভর্তি মিষ্টি কুমড়া রাখা হয়েছে বিক্রির জন্য। এখানে স্থানীয় পাইকারদের কাছে শতশত মণ মিষ্টি কুমড়ার কেনাবেচা হচ্ছে। সোনালী রংয়ের পরিপক্ক বিশাল সাইজের কুমড়ার প্রকার ভেদে দাম ধরা হচ্ছে।
মহিউদ্দিন নামে একজন কৃষক বলেন, ৬-৭ বছর ধরে কুমড়ার ভিটায় শ্বেতি রোগের আক্রমণ হচ্ছে। রোগটির হানায় ভিটায় কুমড়া গাছসহ অপরিপক্ক কুমড়া পঁচে ফসলের ফলন কম হচ্ছে। শ্বেতী রোগ দমনে কার্যকরী কোন প্রতিকার খুঁজে পাচ্ছেন না স্থানীয়রা। ২০টি ভিটায় বড় সাইজের লম্বাকৃতির কুমড়ার আবাদ করেছেন। এরই মধ্যে কুমড়ার বিক্রি শুরু হয়েছে। এবার কম দামে কুমড়া বিক্রি করতে হচ্ছে। কাঙ্খিত দাম পেলে কুমড়া ক্ষেতিতে সব খরচ বাদে লাখ টাকা আয় হতো। মো. বাবুল বলেন, শ্বেতীর আক্রমণে কুমড়ার উৎপাদণ কম হয়েছে তার। পাইকারী দামও কম পাচ্ছেন।
কৃষক দেলোয়ার হোসেন বলেন, ৪০টি ভিটায় কুমড়ার চাষ করেছি। এ চাষে প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়েছে। প্রথম দিকে কয়েকটি কুমড়ার ভিটায় শ্বেতীর আক্রমণ হয়। কীটনাশক স্প্রে করে কিছুটা রক্ষা পাওয়া গেছে। কুমড়ার ফলন মোটামোটি হলেও কাঙ্খিত মূল্য পাচ্ছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, বছরের আশ্বিন-কার্তিক মাসে আড়িয়ল বিলে বর্ষার পানি নামতে শুরু করে। এ সময় বিভিন্ন উঁচু ভিটায় গাদিঘাটের বিখ্যাত কুমড়ার নিজস্ব বীজ বপন করেন স্থানীয়রা। স্থানীয়রা বড় জাতের কুমড়াকে ‘চৈতালী কুমড়’ বলেন। আড়িয়ল বিল এলাকার গাদিঘাট, শ্যামসিদ্ধি, টেক্কার মার্কেট, ষোলঘর, আলমপুর, লস্করপুর, সোনারগাঁও, মদনখালী থেকে গড়ে প্রতিদিন অন্তত কয়েক হাজার মণ কুমড়া কেনাবেচা হচ্ছে। বিক্রিত কুমড়া পিকআপ কিংবা ট্রলারে করে রাজধানীর বিভিন্ন হাটবাজারে নেওয়া হচ্ছে। লম্বাকৃতির এই জাতের মিষ্টি কুমড়ার ওজন ১৫-৮০ কেজি ওজনের হয়ে থাকে। তবে কয়েক বছর যাবত মোজাইক ভাইরাসের আক্রমণে ভিটায় মিষ্টি কুমড়ার উৎপাদণ কমের পাশাপাশি কুমড়ার আকার আকৃতি ছোট হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ জানান, আড়িয়ল বিলের শ্রীনগর অংশে ১২০ হেক্টরের অধিক জমিতে মিষ্টি কুমড়া চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কুমড়ার ভিটায় শ্বেতি রোগ প্রতিরোধে ইপিটা ক্লোরোপিড গ্রæপের কীটনাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে।