মুন্সিগঞ্জ

শ্রীনগরে স্বাস্থ্য বিষয়ক সেমিনার ও ফ্রি মেডিকেল ক্যাম্প

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে স্বাস্থ্য বিষয়ক সেমিনার ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার হোগলাগাঁও হাজী সিরাজুল ইসলাম দারুসসুন্নাহ দাখিল মাদ্রসা প্রাঙ্গণে অনুষ্ঠিত স্বাস্থ্য বিষয়ক সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক উপদেষ্টা ও বর্তমান সরকারের স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য প্রফেসর ডাঃ মো. মোজাহেরুল হক।

শ্রীনগর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক জিএম লতিফ, যুগ্ন-সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেওয়ান আবুল হোসেন, অন্যতম পৃষ্ঠপোষক সৈয়দ আলম, কাউসার মৃধাসহ অন্যান সদস্য বৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্রি মেডিকেল ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগী দেখা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়বেটিক পরীক্ষা করা হয়। এদিন বিনামূল্যে প্রায় তিন শতাধিক মানুষ এই সেবা গ্রহন করেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button