রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে ধামরাই উপজেলা ও পৌর বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা


রনজিত কুমার পাল( বাবু)সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত।
বুধবার( ১৫ জানুয়ারি) ঢাকার ধামরাইয়ে মুন্নু কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ’কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মশালার প্রধান অতিথি বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিনা রহমান বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতে এই ৩১ দফা নিয়ে আপনারা গ্রামে গ্রামে ঘরে ঘরে যাবেন। আপনারা চায়ের দোকানে যাবেন কারন ৩১ দফায় কি আছে তা জনগণের মাঝে প্রচার করতে হবে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব তমিজ উদ্দিন এর সভাপতিত্বে ও ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: আশিকুজ্জামান স্বপন এর সঞ্চালনায় এ প্রশিক্ষণ কর্মশালায় আরো বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা দলের সাধারণত সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য সুলতানা আহম্মেদ, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক মারুফ সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।