বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গলের মৃত্যুতে এনডিপি’র শোক

0
75

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাবেক উপদেষ্ঠা, বিএনপি’র সাবেক কেন্দ্রীয় নেতা, ১/১১’রাজপথের সাহসী সৈনিক

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গলের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোত্র্তজা, মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা।

সোমবার (৩১আগস্ট) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, দেশ মাতৃকার স্বাধীনতা সংগ্রামে তার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকার বেঙ্গল অব কমান্ড হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন।

তারা বলেন, মুক্তিযোদ্ধা সংসদ গঠনে ইসমাইল হোসেন বেঙ্গল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একজন মুক্তিযোদ্ধা হিসাবে দেশের কল্যাণ ও গণতন্ত্রের জন্য রাজনীতিতে সক্রিয় ছিলেন। রাজনৈতিক অঙ্গনে অত্যান্ত স্বজ্জন হিসাবে পরিচিত ইসমাইল হোসেন বেঙ্গল সকলের কাছেই ছিলেন সম্মানি।

তাঁর মৃত্যুতে দেশবাসী একজন বীর মুক্তিযোদ্ধা ও গণতন্ত্র রক্ষার সাহসী সিপাহসালার হারালেন।