শার্শায় আন্ত:জেলা ডাকাত দলের সদস্য এক স্বর্ণ ব্যবসায়ী আটক

0
87

শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শায় আন্ত:জেলা ডাকাত দলের সদস্য এবং ডাকাতির স্বর্ণ অলংকার বিক্রয়ের মুল হোতা তহিদুজ্জামান কালুকে আটক করেছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে ডাকতির ২ ভরি ৮ আনা স্বর্ণ ও এক লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। সে শার্শা উপজেলার নাভারণ বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী তন্বী জুয়েলার্সের মালিক। সহকারী পুলিশ সুপার (নাভারন সার্কেল) জুয়েল ইমরান জানান, সম্প্রতি গত কয়েকদিন ধরে মনিরামপুর ও ঝিকরগাছা উপজেলার নওয়াপাড়া নামক স্থানে একাধিক বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়।

এমন অভিযোগের ভিত্তিতে ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবি পুলিশ সহ যৌথ অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করা হয়েছে।

আটক ডাকাতদের তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ১২টার সময় অভিযান চালিয়ে তন্বী জুয়েলার্সের মালিক তৌহিদুর রহমান কালুর দোকান হইতে হইতে ২ ভরি ৮ আনা স্বর্ণ ও এক লক্ষ উনআশি হাজার টাকা উদ্ধার করা হয় এবং মালিক কালুকে আটক করা হয়।

জুয়েল ইমরান আরো জানান, ডাকাত দলের সাথে এই দোকানদারের যোগসাজাশ রয়েছে। বিভিন্ন স্থান থেকে ডাকাতি করে স্বর্ণালঙ্কার কালুর মাধ্যমে বিক্রয় করা হয় বলে জানা গেছে।