আবুল হাসান মাহমুদ আলী এমপির পক্ষে গ্রাম্য পুলিশদের পিপিই বিতরন

0
94

চৌধুরী নুপুর নাহার তাজ, নিজস্ব প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধে মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করছে গ্রাম পুলিশরা। এবার তাদের পাশে দাঁড়িয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির পক্ষে খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

শনিবার দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলার ৬০ জন গ্রাম পুলিশকে পেশাগত দায়িত্ব পালনের জন্য পিপিই বিতরণ করেন। এ সময় প্রত্যেক গ্রাম পুলিশকে নিরাপত্তার জন্য পিপিই দেওয়া হয়েছে।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি’র নির্দেশনায় খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের উদ্যোগে গ্রাম্য পুলিশ এর হাতে পিপিই তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মোঃ ওয়ারেস আহমেদ। ৬টি ইউনিয়নে মোট ৬০ জন গ্রাম্য পুলিশকে দেওয়া হয় পিপিই।

সফিউল আযম চৌধুরী লায়ন এর উদ্যোগে ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী পেয়ে খুশি গ্রাম পুলিশরা। এদের মধ্যে গ্রাম পুলিশ মেহেন্দ্র বলেন, করোনা মোকাবেলায় মানুষকে সচেতন করতে প্রশাসনের সাথে আমরা কাজ করে যাচ্ছি। এলাকায় কোন করোনা রোগী শনাক্ত হলে সবার আগে আমরা তাদের বাড়িতে গিয়ে সবাইকে সতর্ক করবো। কিন্তু এসব কাজ আমরা কোন নিরাপত্তা সামগ্রী ছাড়াই ঝুকি নিয়ে করতে হতো। এখন আমাদের এমপি আবুল হাসান মাহমুদ আলীর দেওয়া পিপিই পাওয়ার কারণে জনগণকে সতর্ক করার পাশাপাশি নিজেরাও নিরাপদে থাকতে পারবো।

খানসামা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সমাজিক দূরত্ব নিশ্চিতকরনে এবং বিভিন্ন জেলা হতে আগত লোকজনকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে গ্রাম পুলিশরা দিনরাত পরিশ্রম করছে। আমরা গ্রাম পুলিশদের স্বাস্থ্যঝুকির কথা চিন্তা করে ও তৃণমুল পর্যায়ে কাজের গতি বাড়াতে পিপিই বিতরণের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন খানসামা থানার ওসি শেখ কামাল হোসেন ও তদন্ত ওসি এস.এম মোস্তাফিজুর রহমানসহ থানা পুলিশের সদস্যবৃন্দরা।