আড়িয়ল বিলে আগাম ধানের চারা রোপণ শুরু
আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা অংশে আড়িয়ল বিলে বিভিন্ন জমিতে আগাম ধানের চারা রোপণ শুরু হয়েছে। বীজতলা থেকে চারা তুলে ধানি জমিতে নেওয়া হচ্ছে। বোরো মৌসুমকে সামনে রেখে আড়িয়ল বিল পাড়ের প্রান্তিক কৃষক ও শ্রমিকরা ধান আবাদে ব্যস্ত সময় পাড় করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলাব্যাপী প্রায় ১০ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে বিস্তীর্ণ আড়িয়ল বিলে শ্রীনগর অংশে প্রায় ৫ হাজার হেক্টর জমিতে আগাম ধান চাষ হয়ে থাকে।
সরেজমিন ঘুরে দেখা যায়, আড়িয়ল বিলের কিছু কিছু জমিতে ধানের চারা রোপণ করা হচ্ছে। বিলের অধিকাংশ জমিতে পানি থাকতে দেখা গেছে। ধারনা করা হচ্ছে কয়েক দিনের মধ্যেই পুরোদমে ক্ষেতে ধানের চারা রোপণ শুরু হবে। খোঁজ নিয়ে জানা গেছে, আড়িয়ল বিল জুড়ে ধানের পাশাপাশি বিভিন্ন ভিটায় শীতকালীন শাক-সবজির আবাদ হচ্ছে। এই অঞ্চলে সিংহভাগ জমিতে হাইব্রিড-২৯ ও ২৮ জাতের ধান চাষ করা হয়। অপরদিকে উপজেলার পুর্ব অঞ্চলের বিভিন্ন চকেও ধান চাষের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব চকের ধানি জমি কিছুটা নিচু হওয়ার ফলে প্রায় ৭০ ভাগ জমিতে এখনও পানি নিস্কাশন হয়নি। এতে ধান আবাদে অন্তত একমাস বিলম্বনার শিকার হচ্ছেন ভুক্তভোগীরা।
আড়িয়ল বিল সংলগ্ন গাদিঘাটের মো. আক্কাস হাওলাদার বলেন, কয়েকটি জমিতে ধানের চারা রোপণ শুরু করেছি। বীজতলা থেকে শ্রমিকরা চারা তুলে জমিতে রোপণ করছেন। ১৪ বিঘায় ২৯-জাতের ধান চাষের প্রস্তুতি নিয়েছেন তিনি। এ সময় রফিকুল ইসলাম নামে একজন কৃষি শ্রমিক জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে ২০ জনের একটি শ্রমিকের টীম এই অঞ্চলে এসেছেন। দুপুরের খাবারসহ গৃহস্থ দৈনিক একজন শ্রমিকের কাজের মজুরী দিচ্ছেন ৬০০ টাকা। সকালে ও রাতে নিজেরা রান্না করে খাবার খাচ্ছেন। প্রায় ২ মাস এই অঞ্চলে থেকে বিভিন্ন কৃষি কাজে শ্রম দিবেন তারা।
স্থানীয়রা জানান, দেশের বিভিন্ন জেলা থেকে এই অঞ্চলে ধান, আলুসহ নানান ধরণের রবি-শস্য মৌসুমে হাজার হাজার কৃষি শ্রমিক এই অঞ্চলে কাজের জন্য আসেন। কনকনে শীত, পানি-কাঁদামাটি ও ঝড়-বৃষ্টি উপেক্ষা করে হাড়ভাঙ্গা পরিশ্রমের বিনিময় ফসল উৎপাদণে কৃষি শ্রমিকরা বিশেষ ভূমিকা রাখছেন।