মুন্সিগঞ্জ

আড়িয়ল বিলে কুমড়ার ভিটায় শ্বেতী’র আক্রমণ, কাঙ্খিত ফলন না পাওয়ার শঙ্কা

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে আড়িয়ল বিল এলাকার বিভিন্ন ভিটায় মিষ্টি কুমড়ার ক্ষেতিতে শ্বেতী রোগের আক্রমণে দিশেহারা স্থানীয় কৃষক। এতে ফসলের কাঙ্খিত ফলন না পাওয়ার শঙ্কায় পড়েছেন কুমড়া চাষীরা।

বিজ্ঞানীকভাবে রোগটির নাম মোজাইক ভাইরাস বলা হলেও স্থানীয় কৃষকরা এটিকে বলছেন শ্বেতী রোগ। এরই মধ্যে গাদিঘাট এলাকায় পাইকারের কাছে হাইব্রিড জাতের (ডাকোয়ান) কালচে রংয়ের গোলাকার ছোট আকৃতির কুমড়ার কেজি বিকিকিনি হচ্ছে ৩৫-৪০ টাকা। খোলাবাজারে প্রকার ভেদে এসব কুমড়ার কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা করে।

সংশ্লিষ্ট সুত্রমতে জানা যায়, উপজেলায় প্রায় ৬৭০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়াসহ মৌসুমী বিভিন্ন শাক-সবজির চাষাবাদ হয়ে থাকে। তথ্য মতের ভিত্তিতে জানা যায়, কুমড়া ক্ষেতে ভাইরাস জনিত মোজাইক রোগে আক্রান্ত হওয়ায় পঁচন ধরে। এর অন্যতম কারণ লিফ হপার বা ছোট আকৃতির ফড়িং, সাদা মাছি, জাব, জেসিড পোকা এ রোগের বাহক। মোজাইক ভাইরাস রোগ দমনের জন্য ইমিডাক্লোরোপ্রিড গ্রæপের কীটনাশক পরিমাণ মত স্প্রে করা হলে প্রতিরোধ হয়।

সরেজমিনে আড়িয়ল বিল সংলগ্ন শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট এলাকায় কয়েকটি কুমড়ার ভিটা ঘুরে মোজাইক ভাইরাসের আক্রমণ চোখে পড়েছে। রোগটির আক্রমণে কুমড়ার গাছের পাতায় ছিটছিট হলুদেটে রংয়ের আচ্ছন্ন হয়ে অপরিপক্ক কুমড়া নষ্ট হচ্ছে। জানা গেছে, গত ৫/৬ বছর ধরেই শ্বেতী রোগের আক্রমণ হচ্ছে। আক্রান্ত কুমড়ার ভিটায় কৃষক ফসলের আশানুরূপ ফলন পাচ্ছেন না। ভুক্তভোগীরা খোলাবাজার থেকে প্রয়োজনীয় কীটনাশক স্প্রে করে রোগটি দমণে চেষ্টা করছেন। গাদিঘাটের মোহাম্মদ শামসুল হক, সিফাত, রফিকুল ইসলাম বলেন, চৈতালী জাতের বিশাল সাইজের লম্বা আকৃতির মিষ্টি কুমড়ার চাষ করছেন। যুগযুগ ধরে গাদিঘাটের বিখ্যাত মিষ্টি কুমড়া আড়িয়ল বিলসহ আদি বিক্রমপুরের ঐতিহ্যবহণ করে আসছে। তবে শ্বেতী’র হানায় দুশ্চিন্তায় পড়েছেন। ফসলের রোগটির শতভাগ প্রতিকার খুঁজছেন তারা।

মো. দেলোয়ার হোসেন বলেন, ৪০টি ভিটায় চৈতালী জাতের বড় কুমড়ার আবাদ করেছেন। শ্বেতীর আক্রমণে গাছের পাতাসহ ছোট ছোট কুমড়া হলুদ বর্ণের হয়ে ধীওে ধীরে নষ্ট হয়ে যায়। খোলাবাজার থেকে ঔষুধ সংগ্রহ করে কুমড়ার ভিটায় স্প্রে করার পর কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। রোগটির কারণে কুমড়ার কাঙ্খিত উৎপাদণ না পাওয়ার শঙ্কায় পড়েছেন তিনি। কুমড়া চাষে প্রায় আড়াই লাখ টাকা ব্যয় হয়েছে তার। পৌষ মাসের শেষের দিকে ভিটা থেকে পরিপক্ক মিষ্টি কুমড়া তোলা শুরু হবে। তিনি আরো বলেন, যদি কুমড়ার আশানুরূপ ফলন পাওয়া যায় তাহলে সব খরচ বাদে প্রায় ৩ লাখ টাকা লাভ হবে।

স্থানীয়রা জানান, গাদিঘাটের চৈতালী জাতের উৎপাদিত একেকটি রিষ্টপুষ্ট কুমড়ার ওজন সর্বনি¤œ ২৫ কেজি থেকে সর্বোচ্চ ৮০ কেজি পর্যন্ত হতে পারে। তবে রোগটির কারণে বড় জাতের এসব মিষ্টি কুমড়ার সাইজ অনেকাংশেই ছোট হচ্ছে।

এ ব্যাপারে শ্রীনগর উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ জানান, কুমড়ার শ্বেতী রোগটির বিষয়ে জানতে পেরেছি। আমরা ওই এলাকা পরিদর্শনে যাবো। ফসলের রোগ প্রতিরোধে কৃষকদের সচেনতা অবলম্বন ও করনীয় সমন্ধে দিক নির্দেশনামূলক পরামর্শ এবং লিফলেট বিতরণ করা হবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button