দেশজুড়ে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা নওগাঁয়। রবিবার (৭ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য জানিয়েছেন।

উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় শীতের তাপমাত্রা আগামীতে বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছেন তিনি।

এদিকে, শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কনকনে ঠান্ডা আর উত্তরের হিমেল বাতাসে কাবু এই অঞ্চলের মানুষ। ব্যাহত হচ্ছে মাঠের কাজও। সূর্যের দেখা মিললেও কমছে না শীত।

কুয়াশার কারণে অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। শীত বাড়ার সঙ্গে দেখা দিচ্ছে কাজের সংকট। এতে বিপাকে পড়ছেন তারা।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button