দেশজুড়ে

সাজেকে জিপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৭

রাঙ্গামাটির সাজেক থেকে ফেরার পথে জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ পর্যটক আহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউজ পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সাজেক ভ্রমণ শেষে পর্যটকরা সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন। হঠাৎ জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে ৩০ ফুট খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা বেশ কয়েকজন পর্যটক আহত হন। তাদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বল ছাড়া কারও পরিচয় জানা সম্ভব হয়নি।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, ‘জিপ গাড়িতে ১০-১২ জন পর্যটক ছিল। দুর্ঘটনায় ৬-৭ জন আহত হন। আহতের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে একজন বেশি আহত হয়েছেন। তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।’

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button