মুন্সিগঞ্জ

শ্রীনগরে অস্ত্রের মুখে জিম্মি করে নগ্ন-ভিডিও ধারন ও ছিনতায়ের ঘটনায় গ্রেফতার ১

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ভবণের চিলেকোঠা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ধারন ও ছিনতাইয়ের ঘটনায় ১ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

গত শুক্রবার বিকাল ৩ টার দিকে উপজেলার বাঘড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফাহাদকে (১৯) আটক করা হয়। এই ঘটনার সাথে জড়িত অপর ২ জন পলাতক রয়েছে। অভিযুক্তরা ওই এলাকার রাসেল গ্রæপের সদস্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে বাঘড়া এলাকার জয় (২০) ও আরমান (১৯) মিলে বাঘড়া এলাকার এক সৌদি প্রবাসীর বিল্ডিংয়ের ছাদে উঠে চিলকোঠার টিন খুলে ভেতরে প্রবেশ করে। পরে দরজা খুলে ফাহাদ ভেতরে যায়।

এ সময় প্রবাসীর শিশু কন্যা ও ভাগ্নীকে গলায় ছুরি ধরে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে মোবাইলফোন ছিনিয়ে নেয়। টাকা ও স্বর্ণালংকারের জন্য আলমারি তছনছ করা হয়। এক পর্যায়ে প্রবাসীর স্ত্রী দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে পাশের একটি কক্ষে নিয়ে মোবাইলফোনে নগ্ন ভিডিও ধারণ করে।

এই বিষয়ে মুখ খুললে তার নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অভিযুক্তরা চলে যায়। পরে প্রবাসীর স্ত্রী বিষয়টি তার প্রতিবেশীদের জানালে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ধাওয়া করে এই চক্রের ফাহাদকে আটক করে পুলিশে খবর দেয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ফাহাদ ঘটনার সত্যতা স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে দস্যুতার কাজে ব্যবহৃত ধারালো ছোরা ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এই ঘটনার পর থেকে জয় ও আরমান পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ফাহাদ ওই এলাকার মন্টু মিয়ার ছেলে। জয় একই এলাকার জাহিদুল ইসলামের পুত্র ও আরমানের পিতার নাম জানা যায়নি।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ূম উদ্দিন চৌধুরী বলেন, এই বিষয়ে শ্রীনগর থানায় মামলা রেকর্ড করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button