জাতীয়

জাতীয় ঐক্যের শক্তি দিয়ে ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জেগে উঠুন!

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয় ঐক্য গড়ে তোলা আজ সময়ের দাবি। ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি জোর দিয়ে বলেছেন, “ফ্যাসিবাদ, সাম্প্রদায়িক উসকানি, এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”

জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্য আজ নতুন অধ্যায়ের সূচনা করেছে। ভারতের উসকানিমূলক তৎপরতার বিরুদ্ধে সত্য এবং ন্যায় দিয়ে প্রতিরোধ গড়তে হবে। জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল এবং বন্ধুত্বের সম্মান অক্ষুণ্ন রেখে একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে।

আমরা গণতন্ত্রের শক্তিতে লড়ব, নতজানু নই। দেশের প্রতিটি মানুষকে সাথে নিয়ে ফ্যাসিবাদ আর সাম্প্রদায়িকতার চক্রান্তকে রুখে দেব। সময় এসেছে জাতীয় ঐক্যের পতাকা হাতে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে যাওয়ার। এবার আসুন, দেশকে রক্ষা করতে, সব ভেদাভেদ ভুলে একসঙ্গে দাঁড়াই। ঐক্যই শক্তি

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button