বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংলাপ!
আজ, ৩০ নভেম্বর, রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখার উদ্যোগে এক ঐতিহাসিক গণসংলাপ অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে গণতন্ত্র, সাম্য ও ন্যায়ের সমাজ গঠনের প্রত্যয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার ডাক দেওয়া হয়।
গণসংলাপের সভাপতিত্ব করেন রংপুর জেলার আহ্বায়ক তৌহিদুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণতান্ত্রিক ঐক্যের অন্যতম প্রবর্তক, দেশপ্রেমিক জননেতা জোনায়েদ সাকি। তাঁর প্রজ্ঞাপূর্ণ ভাষণে তিনি গণতান্ত্রিক ঐক্যের শক্তি ও সমাজ পরিবর্তনের লড়াইয়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়াও সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, দীপক রায় এবং বাংলাদেশ কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক-আবদুল আলিম বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রংপুর জেলা শাখার সদস্য সচিব মোফাখখারুল ইসলাম মুন।
উপস্থিত জনতা তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজ পরিবর্তনের ডাককে আরও জোরালো করেছে। বক্তারা বৃহত্তর ঐক্যের শক্তি দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আজকের এই সমাবেশ প্রেরণা ও দৃঢ় সংকল্পে ভরপুর ছিল।