সরিষাবাড়ীতে আ’লীগের সহ-সভাপতি মনির উদ্দিন মনিরের ইফতার বিতরণ

0
73

তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা প্রাদূভাবে অসহায় মানুষের পাশে থাকার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশে থাকার নির্দেশ দেয়ার ধারাবাহিকতার জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনির উদ্দিন মনিরের পক্ষে রোজাদারদের জন্য ইফতার উপহার দিয়েছেন।

শুক্রবার (১৫ মে)বিকেলে সরিষাবাড়ী পৌরসভার বাউসী বাজার, ইজারাপাড়া,পঞ্চপীর, শিমলা বাজার,আরামনগর বাজার,ধানাটা এলাকাসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান ভাবে ৬শ’ রোজাদারদের মাঝে এ ইফতার উপহার বিতরণ করা হয়েছে।

এসময় পৌর আওয়ামীলীগের সাধারন-সম্পাদক মিজানুর রহমান মিজু,উপজেলা আওয়ামীলীগের সদস্য মতিয়ার রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির উদ্দিন(মনির) জানান, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নির্দেশে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান ভাবে ৬’শ রোজাদারদের মাঝে ইফতার বন্টন করেছি। ঈদুল ফিতর পর্যন্ত এ উপহার সহ আমার ব্যাক্তিগত অর্থায়নে হতদরিদ্রদের জন্য খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রেখেছি।

Author