অসহায় মানুষের পাশে রাইয়ান ফাউন্ডেশন

0
91

ইয়ামিন হোসেন: করোনার হটস্পট হিসেবে খ্যাত নারায়ণগঞ্জে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে “রাইয়ান ফাউন্ডেশন” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রচার বিমুখ এই সংগঠনটি অনেকটা নিরবে নিভৃতেই কাজ করে যাচ্ছে গরিব দুঃখী মানুষের জন্য। তারা রাতের অন্ধকারে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে বিভিন্ন খাদ্যসামগ্রী।

“যা কিছু ভালো, পাশে থাকার প্রচেষ্টায়” স্লোগানকে সামনে রেখে সংগঠনটি এ পর্যন্ত নারায়নগঞ্জের তিনটি থানা (ফতুল্লা, নারায়ণগঞ্জ সদর, বন্দর থানা) তে মোট ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। রাইয়ান ফাউন্ডেশনের এই সহায়তা কার্যক্রমে সমন্বয়ক হিসেবে কাজ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগঠন “AIS Graduates Network,JnU”।

রাইয়ান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী এস এম আলআমিন বলেন,মানবসেবার এই কাজ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত, যতদিন এই সংকট না কাটবে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো জানান, তাদের এই কার্যক্রম শুধু নারায়ণগঞ্জে সীমাবদ্ধ না রেখে ধীরে ধীরে দেশের প্রত্যন্ত অঞ্চলের কষ্টে থাকা মানুষের জন্যও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।