তারাগঞ্জে গ্রামপুলিশের মাঝে প্রণোদনা বিতরণ

0
87

সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকার ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প বাস্তবায়নে সহযোগী সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সংস্থার সহযোগীতায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরুত্ব বজায় রেখে বৃহস্পতিবার দুপুরে প্রত্যেক ইউনিয়ন পরিষদ চত্বরে ১০ জন করে তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫০ জন গ্রামপুলিশকে তিন মাসের জন প্রতি ৬শ টাকা করে সম্মানি ভাতা প্রণোদনা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ তারাগঞ্জ উপজেলা শাখা সাধারণ সম্পাদক ও হাড়িয়ারকুঠি ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বাবুল, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, আলমপুর ইউপি প্যানেল চেয়ারম্যান এনামুল হক, সয়ার ইউপি চেয়ারম্যান এস এম মহিউদ্দিন আজম কিরণ, ইকরচালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সহ ইউপি সদস্য ও সচিব গণ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ইএসডিও-এভিসিবি-২ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কল্পনা রানী ও গ্রাম আদালত সহকারী আহসান হাবীব চৌধুরী, রুমি বেগম, শাহের বানু, মনসুরা বেগম, লাভলী বেগম উক্ত উৎসাহ ভাতা বিতরণ অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালনে কর্মরত ছিলেন।