কালীগঞ্জে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মাঠে ধান কাটলেন- এম পি আনার

0
92

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: এবার স্কুল শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কাঠফাটা রোদে মাঠে ধান কাটতে নামলেন সাংসদ আনোয়ারুল আজীম আনার। তিনি শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামে এক দরিদ্র কৃষকের আড়াই বিঘা ধান কাটতে মাঠে নামেন। এ সময়ে সরকারী নলডাঙ্গা ভূষণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা সহ ৩১ জন শিক্ষক শিক্ষিকা, ৫ জন কর্মচারী ও ৫ জন ছাত্র ওই ধান কর্তনে অংশ নেয়।

শিক্ষকদের সাথে হেলায় গ্রামের কৃষক ছব্দুল হোসেনের ক্ষেতে ধান কাটতে আসা ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেন, মহামারি করোনাতে ধান কাটা শ্রমিক সংকট চলছে। এ মুহুর্ত্বে দরিদ্র কৃষকদের পাশে দাড়াতে তিনি শিক্ষক শিক্ষিকাদের সাথে এসেছেন।

সরকারি নলদাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা জানান, এমপি মহোদয় আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে একাত্বতা ঘোষনা করে মাঠে এসেছেন। তিনি বেশ ধান কেটেছেন।

প্রধান শিক্ষক আরো জানান, শিক্ষকদের পক্ষ থেকে তার বিদ্যালয়ের দরিদ্র ১৫০ জন ছাত্রকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন। এ ছাড়াও তারা কালীগঞ্জ উপজেলার নিবার্হী কর্মকর্তার হাতে ১০ হাজার ও মাননয়ি প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে ২৫,০০০ টাকা জমা দিয়েছেন।