ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

0
91

তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডের মোকাবেলা করছে পাকিস্তান। প্রথম ম্যাচে হেরেছে সফরকারী পাকিস্তান, দ্বিতীয় টেস্ট হয়েছে ড্র। এরপরই রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে জায়গা হয়েছে সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদের।

২০১৯ বিশ্বকাপে ব্যর্থতার পর দায়িত্ব চ্যুত করা হয় সরফরাজ আহমেদকে। এরপর আর খেলা হয়নি তার। দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি, ওয়ানডে আর টেস্ট কোনো সিরিজেই রাখা হয়নি তাকে।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে থাকলেও খেলানো হয়নি একটা ম্যাচেও। সরফরাজ ছাড়াও দলে রাখা হয়েছে পেসার মোহাম্মদ আমীর, ওয়াহাব রিয়াজকে। দলে যোগ দিয়েছেন অভিজ্ঞ শোয়েব মালিক।

আগামী ১৮ আগস্ট ম্যানচেস্টারে হবে সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর একই ভেন্যুতে হবে বাকি দুই ম্যাচ।

পাকিস্তানের ১৭ সদস্যের দল:

বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন আফ্রিদি, শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ।