নীলফামারীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ১৩ বছরের শিশু

0
98

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর করতোয়া শিশু সংগঠনের অভিযোগে বাল্যবিয়ে থেকে শেষ পর্যন্ত রক্ষা পেলো ১৩ বছরের শিশু ছন্দ নাম (রোজিনা)।

নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের করতোয়া শিশু সংগঠনের অভিযোগে বাল্যবিয়ে থেকে রক্ষা পায় একই ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের রোজিনা (ছন্দনাম)। গত ১৯ তারিখ নীলফামারী সদর থানায় করতোয়া শিশু সংগঠন একটি বাল্যবিবাহ নিয়ে অভিযোগ করে।

অভিযোগের ভিত্তিতে নীলফামারী সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জাম বিষয়টি আমলে নিলে ততক্ষনাত এস আই সাজ্জাদ কে পাঠিয়ে দেন।

এসময় মেয়ের বাসায় এস আই সাজ্জাদ এসে তার পরিবারকে বুঝিয়ে বললে মেয়ে ও তার মা শিকার করেন তাদের ভুল হয়েছে, এবং তাদের মেয়ের বিয়ে ১৮ বয়সের নিচে দিবেনা বলে সিকার করে ক্ষমা প্রাথনা করেন।

উল্লেখ্য যে, টুপামারী ইউনিয়ন কে বাল্যবিবাহ মুক্ত করনে একসাথে কাজ করতে চায় নীলফামারী জেলা পুলিশের পাশাপাশি করতোয়া শিশু সংঘটন।