২০১ গম্বুজ মসজিদের পবিত্রতার স্বার্থে মহিলাদের বেপর্দা অবস্থানে কর্তৃপক্ষের নোটিশ

0
82

মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি: বিশ্বের ঐতিহ্যবাহী টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট এর নির্মাণাধীন ২০১ গম্বুজ মসজিদের প্রবেশের ক্ষেত্রে কিছু নির্দেশনা জারি করা হয়েছে। সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে আল্লাহর ঘর মসজিদ, পবিত্রতার স্বার্থে মহিলাদের পর্দা চলাফেরা, মসজিদে ঘোরাফেরা ও অবস্থান করা নিষেধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সম্প্রতিকালে যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু ছবি ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে মসজিদের উপরে একটি মেয়ে মডেলিং করা কিছু ছবি বিভিন্ন মন্তব্য শোনা যাইতেছে। তাই ২০১ গম্বুজ মসজিদ কর্তৃপক্ষ সকলের অবগতির জন্য ১৪ আগষ্ট নোটিশ টানিয়ে দিতে বাধ্য হয়েছে।

এ ব্যাপারে 201 গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো.রফিকুল ইসলাম সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, তিতি জানান অতি শীঘ্রই মসজিদের সম্পূর্ণ নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরার আনার স্থাপনের ব্যবস্থা গ্রহণ করেছি। এবং দর্শনার্থী বেপর্দায় চলাফেরা অবস্থান না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।