নীলফামারীতে আরো ৬ জন করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৩১

0
113

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: রংপুর পিসিআর ল্যাবে আজ (৫ মে) ৯৪ টি নমুনা পরীক্ষা করে নীলফামারীর কেউ করোনাতে আক্রান্ত হয়নি।

অপদিকে ‌দিনাজপু‌র মে‌ডি‌কেলে নমুনা পরীক্ষায় নীলফামারীতে ৬ জনের শরীরে করোনা শনাক্তের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে নীলফামারী সদরে ৩ জন, সৈয়দপুরে ২ জন এবং ডিমলায় ১ জন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩১ জন।

আজকের তারিখে অনুযায়ী হোম কোয়ারান্টিনে নেওয়া হয়েছে ১১৩ জনকে, বর্তমানে ১৫০৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, আজকে পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১০৪৪৮ জনকে। প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে আছেন ১০৮ জন। ৮৯৪২ জন কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন।

আজকে আইসোলেশন এ নেওয়া হয়েছে পাঁচজনকে মোট আইসোলেশনে আছেন ৩৬ জন, একজন হোম আইসোলেশনে আছেন। ১৬ জন আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন। আরোগ্য লাভ করেছেন আটজন। মৃত্যুবরণ করেছেন একজ। মৃত্যুবরণকারী এই জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের গোলাম মোস্তফা যিনি শনাক্ত হওয়ার আগেই মৃত্যুবরণ করেছেন।

এখন পর্যন্ত নীলফামারী সদরে ১১ জন,
সৈয়দপুর উপজেলায় ০৬ জন,
জলঢাকা উপজেলায় ০৫ জন,
ডিমলা উপজেলায় ০৭ জন,
কিশোরগঞ্জ উপজেলায় ০২ জন।