সিরাজদিখানে কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন বিক্রমপুর রক্তদান সংস্থা

0
214

জাহাঙ্গীর আলম চমক: একদল তরুণ মিলে ”বিক্রমপুর রক্তদান সংস্থা” নামক একটি জন কল্যাণ মূলক সংঘটন। যাদের প্রধান উদ্দেশ্য হলো সেচ্ছায় রক্তদান এবং সমাজসেবার কাজ করা।

দেশের এই ক্রান্তিলগ্নে শুধু রক্তদানেই থেমে নেই তাদের কার্যক্রম, রক্তদানের পাশাপাশি করোনা মোকাবেলায় জনসচেতনতামূলক দিক নির্দেশনা, পাশাপাশি দুস্থ, গরীব ও কর্মহীন মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও রমজান উপলক্ষে ইফতার সামগ্রী সেচ্ছাসেবক কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী ঘরে গিয়ে পৌঁছে দিয়েছেন।

সংগঠনের পক্ষথেকে সোমবার ও মঙ্গলবার দুইদিন ব্যাপী দুইজন পত্রিকার হকার সহ ৫০ টি পরিবারকে এ উপহার সামগ্রী দেওয়া হয়।

সংগঠনের কর্মীরা জানান, আমরা সবাই সেচ্ছায় শ্রম ও নিজেদের মধ্য থেকে অর্থ সংগ্রহের মাধ্যেমে কার্যক্রম পরিচালিত করে যাচ্ছি। তারা আরো জানায়, ত্রানের পূর্বে ঘনবসতি পূর্ণ এলাকায় জীবাণুনাশক স্প্রে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হাত ধুয়ার ব্যবস্থা করে। এবং জনসমাগম কমানোর জন্য পারা মহল্লায় সচেতনতামূলক মাইকিং অব্যাহত রেখেছে।