এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হলো আজকে। অথচ প্লেয়ার্স ড্রাফট থেকে দলেই পেলেন না আশরাফুল। তবে এখনো যে একটি উপায়তেই দল পেতে পারেন আশরাফুল।সেটি হচ্ছে কোন ফ্রেঞ্চাইজি যদি আশরাফুলের সাথে পার্সোনালি ডিল করেন।
তিন আসর পর গত বিপিএলে ফিরে তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন আশরাফুল। করেন মাত্র ২৫ রান। দল না পাওয়া স্থানীয় খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য নাম পেসার ইবাদত হোসেন, লেগস্পিনার জুবায়ের হোসেন লিখন, পেস-অলরাউন্ডার জিয়াউর রহমান, স্পিনার তানবীর হায়দার।এবার ড্রাফট থেকে দল পেয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার।