শিক্ষার্থীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন স: ভূষণ মা. বিদ্যালয়ের শিক্ষকরা

0
151

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসের কারনে অর্থনৈতিক অবস্থার দিক দিয়ে পিছিয়ে পড়া এমনই অসহায় ছাত্রদের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে পাশে দাঁড়ালেন সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শুধু তা নয়, শিক্ষকদের বেতনের একটা অংশ কেটে নিয়ে অসহায়দের জন্য কালীগঞ্জ উপজেলার নিবার্হী কর্মকর্তার হাতে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।

এ ছাড়া শিক্ষকদের কাছ থেকে এক দিনের বেতন নিয়ে মোট ২৫,০০০ টাকা প্রধান মনত্রীর ত্রান তহবিলে জমা দেওয়া হয়। অসহায় ছাত্রদের পরিবারের উপর সমীক্ষা চালিয়ে ১৫০ জন ছাত্রকে সাহায্যের জন্য চিহ্নিত করে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার,আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী,অত্র স্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা সহ শিক্ষকমন্ডলী।এ ছাড়া শিক্ষকরা ঘোষণা দেন আগামী শুক্রবার থেকে অসহায় কৃষকদের ধান কাঁটার সিদ্ধান্ত নেন।